পোস্টগুলি

প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৫৬ – প্রেমের সেকাল ও একাল- আকরাম উদ্দিন আহমেদ।

ছবি
    ##  A hellojanata.com  Presentation  -  প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৫৬ – প্রেমের সেকাল ও একাল- আকরাম উদ্দিন আহমেদ। প্রেমের সেকাল ও একাল !! আকরাম উদ্দিন আহমেদ । প্রেম একবারই এসেছিল নীরবে আমারই এ দুয়ার প্রান্তে সে তো হায় মৃদু পায় এসেছিল পারি নি তো জানতে।। আসলে সেকালে প্রেম আসতো নীরবে। কেউ যে একজনকে ভালোবাসে, তা জানতেও তার অনেক সময় লেগে যেতো। একদিকে সিনেমা হলে চলতো উত্তম সুচিত্রা জুটির অনবদ্য প্রেমের উপাখ‍্যান। অপর দিকে তাদের অনুপ্রেরণার প্রতিফলন দেখা যেত সেসময়ের প্রেমিক প্রেমিকাদের মাঝে। সেকালে ভালোবাসার গল্প শুরু হতো চোখে চোখে। ভালোবাসা গাঢ় হতো চিঠি আদান প্রদানের মাধ্যমে। ভালোবাসা শেষ হতো প্রেমিকার অন্য পুরুষের সঙ্গে বিয়ে আর প্রেমিকের চোখের পানি ফেলার মধ্য দিয়ে। আর এখন ভালোবাসার গল্প শুরু হয় ফেসবুকে। ভালোবাসা গাঢ় হয় রাত জেগে চ্যাট করার মাধ্যমে। ভালোবাসা শেষ হয় ফেসবুক একাউন্ট ডি-এক্টিভেট করার মধ্য দিয়ে। একালের প্রেম-ভালবাসা আর সেকালের ভালবাসার মধ্যে ব‍্যবধান অনেক। সেকালে ভালোবাসা এত সহজ ছিলনা। তখন তো একালের মতো সেলফোন ছিলনা। যে একটা টেক্সট করে দিলাম। তখন ভালোবাসি কথাটা বলায় অনেক সময় লাগত,

সব ক’টা জানালা খুলে দাও না- আজ নেত্রকোনার কলমাকান্দায় সাত বীর মুক্তিযোদ্ধার শহীদ দিবস।

ছবি
   ##  A hellojanata.com  Presentation  -  সব ক’টা জানালা খুলে দাও না-  আজ নেত্রকোনার কলমাকান্দায় সাত বীর মুক্তিযোদ্ধার শহীদ দিবস। সব ক’টা জানালা খুলে দাও না- আজ ২৬ জুলাই নেত্রকোনার কলমাকান্দায় সাত বীর মুক্তিযোদ্ধার শহীদ দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নেত্রকোনার এই এলাকায় এই দিনে পাকিস্তান বাহিনীর সাথে সম্মুখ সমরে শহীদ হন সাত বীর মুক্তিযোদ্ধা । এই যুদ্ধটি ঐতিহাসিক নাজিরপুরের যুদ্ধ নামে ইতিহাসে জায়গা দখল করে আছে । শহীদ বীর মুক্তিযোদ্ধারা হলেন – # শহীদ বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল আজিজ নেত্রকোনা। # শহীদ বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক নেত্রকোনা। # শহীদ বীর মুক্তিযোদ্ধা মো. ইয়ার মাহমুদ মুক্তাগাছা। # শহীদ বীর মুক্তিযোদ্ধা ভবতোষ চন্দ্র দাস মুক্তাগাছা। # শহীদ বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান মুক্তাগাছা । # শহীদ বীর মুক্তিযোদ্ধা দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস মুক্তাগাছা । # শহীদ বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন জামালপুর । # সাত শহীদ বীর মুক্তিযোদ্ধার সমাধি । # সমাধি স্থলে বেশ অবহেলা লক্ষণীয় । এ বিষয়ে প্রশাসনের এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে । ১৯৭১ সালের এ দিনে কলম

প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৫৪ – হাত পাখার বাতাসে- আকরাম উদ্দিন আহমেদ।।

ছবি
     ##  A hellojanata.com  Presentation  -  প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৫৪ – হাত পাখার বাতাসে- আকরাম উদ্দিন আহমেদ। প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৫৪ – হাত পাখার বাতাসে — আকরাম উদ্দিন আহমেদ। হাত পাখার বাতাসে !! তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় আরো তুমি; থাক আমার পাশে।। শিল্লী আকবরের কন্ঠে গান আর মিউজিক ভিডিওতে পূর্ণিমার অভিনয়, অপূর্ব এই গানটি এখনো আমাদের অনেকের মনে দাগ কেটে আছে। গানের সাথে প্রাণের আবেগ সত্যিই আমাদের প্রিয়জনদের অনেক অনেক কাছে নিয়ে আসে। আর এই আবেগের মেলবন্ধনে হাত পাখার অবদান অনশ্বিকার্য‍‍্য। ভেবে দেখুন, কর্ম ক্লান্ত এক কৃষক খাচ্ছে আর গৃহবধু তার হাত পাখা দিয়ে স্বামীকে বাতাস দিচ্ছে। অথবা শিশু তার মায়ের হাত পাখার বাতাস খেতে খেতে তার রূপকথার গল্পের রাজকুমারের ঘোড়ায় চড়ে আনন্দে ঘুমপাড়ানির দেশে চলে যাচ্ছে। এ যেন প্রাণের কাছে হ্নদয়ের টানের মূর্ত প্রতীক। মধ‍্যিখানে অনুঘটক হাত পাখা। হাতপাখার বিবর্তনের ইতিহাস আজ থেকে প্রায় তিন হাজার বছর পূর্বে। এমনকি গ্রিক রোমানদের যুগেও এই হাতপাখার প্রচলন ছিল। প্রথম দিকটায় পাখাগুলো ছিল একটা সম্পূর্ণ অংশ। ভাঁজ বা ফোল্ডিং পাখা এসেছে আরো অনেক পরে।

নিউইয়র্কের প্রদর্শনীতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে শিল্পী রেজাউল হকের চিত্রকর্ম।

ছবি
    ##  A hellojanata.com  Presentation  -  নিউইয়র্কের প্রদর্শনীতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে শিল্পী রেজাউল হকের চিত্রকর্ম।   এগোরা গ্যালারী , নিউইয়র্ক । # শিল্পী রেজাউল হক # বিশ্বের ১২জন প্রতিভাবান শিল্পীর আঁকা ছবি নিয়ে নিউইয়র্কের এগোরা গ্যালারীতে ২১ দিনব্যাপী শিল্প প্রদর্শনী চলছে। এতে দেশের অন্যতম প্রথিতযশা চিত্র শিল্পী রেজাউল হকের ১৬ টি চিত্রকর্ম রিপ্রেজেন্টেশনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। তার মধ্যে ৪ টি শিল্পকর্ম এই প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে। ‘লাভ ইন মাল্টিপল ফর্মস‘ শিরোনামকে সামনে রেখে গত পহেলা জুলাই প্রদর্শনীটির উদ্বোধন হয়। ৭ জুলাই ছিল শিল্পীদের নিয়ে আনুষ্ঠানিক রিসেপশন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- গ্যালারি ডিরেক্টর সাবরিনা গিলবার্ট, গ্যালারি ওনারসহ বিভিন্ন দেশের অংশগ্রহণকারী শিল্পীবৃন্দ ও অনেক শিল্পরসিক। প্রদর্শনীর শুরু থেকেই শিল্পী রেজাউল হকের আঁকা শিল্পকর্মগুলো নিয়ে ব্যাপক আলোচনা লক্ষ্য করা গেছে। তার ব্যতিক্রমধর্মী ভাবনা ও স্বকীয় ভিন্নমাত্রার শিল্পকর্মগুলো আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিদেশিদের পাশাপাশি বাঙালি কমিউনিটিও সেখানে ভীড় জমাচ্ছে। এই বিষয়ে শিল্পী রেজাউল

প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৫১ – বাঙ্গালীর সংস্কৃতিতে পান- আকরাম উদ্দিন আহমেদ।

ছবি
   ##  A hellojanata.com  Presentation  -  প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৫১ – বাঙ্গালীর সংস্কৃতিতে পান-  আকরাম উদ্দিন আহমেদ। প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ৫১ – বাঙ্গালীর সংস্কৃতিতে পান !! আকরাম উদ্দিন আহমেদ। বাঙ্গালীর সংস্কৃতিতে পান !! উপমহাদেশে, বিশেষ করে বাঙালী জীবনে, তথা গ্রামবাংলায় পান খাওয়ার চল দীর্ঘদিনের। বাড়ীতে কেউ এলে, তাঁকে খাওয়ার পর, সেটা ভাতই হোক বা চা নাস্তাই হোক, এক খিলি পান দেয়া হতো। অতিথি এলে পান না দিয়ে বিদায় করা- গ্রামাঞ্চলে এটা কোনোমতেই ভালো চোখে দেখা হতো না । যুগ যুগ ধরে পান খেয়ে মুখ লাল করেছেন দাদি-নানিরা। রুনা লায়লার জনপ্রিয় একটি গানই রয়েছে- পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগ্য হইলো না…. ওদিকে শেফালী ঘোষও মনের মানুষকে পানের খিলি দিয়েই আপ্পায়িত করতে চাচ্ছেন- যদি সুন্দর একটা মুখ পাইতাম যদি সুন্দর একটা মন পাইতাম সদর ঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম ।।… এ থেকেই বুঝা যায় আমাদের বাঙালী সংস্কৃতিতে পানের ভূমিকা কতটুকু। এখনও অজপাড়া গাঁয়ের কৃষাণী আর বুড়োরা পান খাওয়ার অভ্যাস বজায় রেখেছেন। বাড়িতে চেনা-পরিচিত কিংবা কোনো আগন্তুক এলে আর কিছু না হোক এগিয়ে দেওয়া হয় পানের বাটা। নিম্নবিত্ত থে

Padma Bridge:স্বপ্নে ভরা সেই স্বপ্নের পদ্মা সেতু- লেখক খসরু আহমেদ খান ।

ছবি
   ##  A hellojanata.com  Presentation  -  Padma Bridge:স্বপ্নে ভরা সেই স্বপ্নের পদ্মা সেতু- লেখক খসরু আহমেদ খান । # আর মাত্র তিন দিন বাকি # ————— # তাহাঁদের কথা । # # ফিচার গ্রুপ পোস্ট # # পদ্মা সেতু নিয়ে লেখকদের লেখা # ‘স্বপ্নে ভরা সেই স্বপ্নের পদ্মা সেতু’ – লেখক খসরু আহমেদ খান । ” স্বপ্নে ভরা, সেই স্বপ্নের পদ্মা সেতু” বাস্তবে রুপান্তরিত হতে যাচ্ছে….!!!! বাংলাদেশের জন্য, এই সেতু একটা স্বপ্নের সেতু, যেখানে এই দেশ, বিদেশী সাহায্য ছাড়া চলা,একটা কঠিন বিষয় ছিল, আজ সেই দেশ, নিজের টাকায় ৬.১৫ কিঃ মাইল লম্বা একটা সেতু তৈরী করতে পেরেছে , এটা কোন সহজ ব্যাপার নয়। এই সেতু নিয়ে অনেক ইতিহাস আছে, আমি সেদিকে যেতে চাচ্ছি না। দেশ আছে, দেশ থাকবে, দেশের উন্নতি হবে, এটাই হলো একটা স্বাভাবিক নিয়ম, দেশকে যারা মন থেকে ভালোবাসে দেশের উন্নতিতে তারা অবশ্যই খুশি হবে। আমাদের এই পদ্মা সেতু স্বপ্নের সেতু হলেও, অনেক দেশ আছে তাদের জন্য এই রকম সেতু তেমন কিছু না, বহিঃবিশ্বে নিজেদের টাকায় সেতু/ রাস্তা নির্মান করে থাকে, এটা কিন্তু জনগণের টাকা দিয়েই করা হয়, মানে জনগণের তহবিল এর টাকা খরচ করে, সেই খরচ এর টাকা,আবার সেই জনগনই