পোস্টগুলি

মুসা কামাল লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

‘ভুলতে না পারার গল্প’-কেমন ছিল আজকের এই দিনটি?১৬ই ডিসেম্বর-আমাদের সেই মহান একাত্তুরে–!!

ছবি
  ## A hellojanata.com Presentation.  নির্মল হাসি হাসতে থাকা আর আমাদের দেশ উপহার দেওয়া গর্বিত বাঙলা মায়ের সেনা!কে এই মুক্তিযোদ্ধা ?? আমরা যে হারিয়ে ফেলেছি ওদের!! মুসা কামাল ।।  ১৬ই ডিসেম্বর ২০২১।।  গত মার্চ থেকেই গোলাগুলির বা গ্রেনেডের বা মর্টারের শব্দে পরিচিত সবাই ।দিনে দুপুরে,আর রাত বিরেতে,কাছে আর দূরে, হাল্কা আর ক্রমাগত গুলির শব্দ ভেসে আসতো। শব্দগুলোর সাথে মুক্তিযোদ্ধা দের একটা যোগসূত্র তো ছিলই!কাজেই একদিন গুলির শব্দ না পেলে কেমন যেন লাগতো!মনে হতো কি যেন হচ্ছে না । মনে হতো মুক্তিযোদ্ধারা আজ কোথায় গেল তাঁরা , আজ এখনো এলো না !   সেই ক্রমাগত গুলির শব্দ আজ ঢাকার সন্নিকটে ।কাছে , আরো কাছে ,এগিয়ে এসেছে ওরা !   রাজধানী ঢাকা শহর তখন কুয়াশার চাদরে মোড়ান। প্রচণ্ড শীত।কুয়াশা পড়তো অনেক বেলা অবধি।আর এরই মাঝে মুক্তিবাহিনী+ভারতীয় বাহিনী – যাদের নামকরন করা হয়েছিল’মিত্র বাহিনী’,সেই মিত্র বাহিনী তিন/চার/পাঁচ দিক থেকে রাজধানী ঢাকার চারিধারে সমবেত হতে থাকে।তাঁদের মনে ছিল  — চলো চলো ঢাকা চলো,ঢাকা – দখল করো’  রব,জোর কদমে এগিয়ে এসেছিল তাঁরা ।বিজয় তখন সমাসন্ন। www.  hellojanata.com একাত্তরেরএ সময়ে ঢাকা বিজ

‘নেভার মাইন্ড, নেভার মাইন্ড – ২’-‘প্রবাসের কথামালা’–মুসা কামাল ।।

ছবি
  ‘নেভার মাইন্ড, নেভার মাইন্ড – ২’- ‘প্রবাসের কথামালা’– মুসা কামাল ।।  গতকালের প্রকাশের পরে — ভাগ্য অন্বেষণে আসা এই সকল প্রবাসী ব্যক্তিদের কিছুই ভাবার নেই । ভাড়ায় গেলে যাবেন,না গেলে যাবেন না এমনি নির্লিপ্ত এক ভাব। এখানে বলে রাখি যে সময়ের কথা আমি বলছি সেই সময় অনেক আগের তাও প্রায় বিশ/পঁচিশ বৎসর তো হবেই । তখন ও দিকটায় বেশ পরিমান বাংলাদেশী চলে গেছেন বা যাচ্ছেন আবার এখন হয়তবা অনেক পরিবর্তিত।সারা দুনিয়ায় আমুল পরিবর্তন হয়েছে ।আর নিউইয়র্কের তো হয়েছেই ।স্বাভাবিক ! < a href="http;//www.hellojanata.com/abc"rel="ugc nofflow">   সেই সময়ে আমেরিকায় ঢুকতে গেলে ভিসা নিতে হবে-এমন নিয়ম কিন্তু চালু হয়ে গেছে । যতদূর মনে পরে ৮০’র দশকের মাঝামাঝি বা শেষের দিকে একে একে সবগুলো দেশেই আমাদের জন্য ভিসা নিতে হবে এমন নতুন নিয়ম সামনে এনে দাড়ায় । সবগুলো বলতে আমি আমেরিকা, জাপান,জার্মানি,ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড , ইউরোপিয়ান অনেক গুলো দেশ, কানাডা – এ সমস্ত দেশের কথা বলছি । অনেকেই খুবই অবাক হবেন জেনে যে,৮০’র দশকের প্রথম ভাগ পর্যন্ত আমাদের মানে বাংলাদেশিদের ওই সমস্ত দেশে যেতে ভিসা লাগতই না ।  আর

নেভার মাইন্ড, নেভার মাইন্ড-১- রাইজ ইউর হ্যান্ড — মুসা কামাল ।।

ছবি
  ## A  helojanata.com Presentation . নেভার মাইন্ড, নেভার মাইন্ড-১- রাইজ ইউর হ্যান্ড — মুসা কামাল ।। ## টাইম স্কয়ার-নিউ ইয়র্ক ## https://hellojanata. com/ ৯০ এর দশকের কথা । আমেরিকার নিউইয়র্কে অবস্থান করছি । আমার একটি আইন গত বৈধতার কারনে বুদ্ধি বা উপদেশ দরকার । আমাদের পরিচিত চারিদিক মানে তো আমাদের দেশীরা । বাংলাদেশী সমাজ। ভাই বেরাদার বন্ধু বান্ধব -একে ওকে প্রশ্ন করি ! কেউ পরিস্কার জবাব দিতে পারে না ! কেউ বলে ম্যানহাটনের দিকে খোঁজ নিতে পারেন । কেউ বলে এই কাজ করতে তিন/চার মাস সময় লাগবে । বলি- বুঝলাম । তিন/চার মাস লাগবে কিন্তু অফিস টি কোথায়?  ম্যানহাটন তো আর ছোট্ট একটি জায়গা নয় ! এভিনিউ,ব্লক,স্ট্রিট ইত্যাদির গোলক ধাঁধা রয়েছে ! কোথায় যাবো?কোন ট্রেন ধরবো? শুধু টাইম স্কয়ারের ওদিকটায় গেলেই তো মাথা চক্কর দেবে ? বলা উচিত আমি সে সময় নিউ ইয়র্কের এস্টোরিয়ার স্টেইনওয়ে তে অবস্থান করছি । ম্যানহাটন অনেক দূরে নয় । ট্রেন, ট্যাক্সি সবি পর্যাপ্ত । নাগরিক সুবিধার সব উপকরণ এখানে বিদ্যমান ।আমি ট্রেনে যেতে পারি । আমি ট্যাক্সি তে যেতে পারি । ভাড়াও বেশি নয় সেই নব্বইয়ের দশকের প্রথম ভাগে । তবে একটা বিষয় আছে ।মিটার

'তোমাকে বধিবে যে,গোকুলে বাড়িছে সে '---- মুসা কামাল।।

ছবি
 ' তোমাকে বধিবে যে,গোকুলে বাড়িছে সে' মুসা কামাল।।   আসলে মানবাধিকার বলে যারা লম্ফ ঝম্প করেন তারা আসলে বুঝতেই পারেন না — বিষয়টি আসলে কি? www.  hellojanata.com যেমন সীমান্তের বিষয় না বুঝেই ‘ গরুচোর’ কথাটি শুনলেই বা পরলেই চিৎকার করেন! আরে ভাই সীমান্তে বেড়িয়ে আসেন ক’দিন বুঝতে পারবেন কি হয় সেখানে? তাই বলে ভাববেন না যেন আমি সীমান্তে গুলি করে মানুষ হত্যা সার্পোট করছি। আপনি কি কখনো বাংলাদেশের দক্ষিন অঞ্চলে ভ্রমন করেছেন? ধরুন সেই সময় টিতে যখন Rab তৈরী হয় সেই সময় টিতে এদিকটায় গিয়েছিলেন। তখন কিন্তু ‘গলা কাটার রাজনীতি’ গ্রাম থেকে গ্রামান্তরের নিশুতি রাত কে দিনের পরে দিন আতঙ্কিত করে রেখেছিল। সেই সময়ের কথা বলছি। সেই সময়ে সেই পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষে কিছুই করার ছিল না, মৃত স্বজনদের পোস্টমর্টেম করা ছাড়া! বাংলাদেশের এ ধরনের হত্যাকান্ডে কাজী আরেফ আহমেদ আর সেই সাথে আরো ৫/৬ জনের হত্যাকান্ডের উপমা দেয়া যেতে পারে,স্মরন করা যেতে পারে । মনে করা যেতে পারে চুয়াডাঙ্গা অঞ্চলের কমরেড মোখলেছুর রহমানের হত্যাকান্ডের কথা।কমরেড মোখলেছ ছিলেন বামপন্থী নেতা। যতদুর মনে পরে তিনি জনাব মেনন সাহেবের দলের পল

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।

ছবি
  কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? আমাদের দেশের রাজনীতিতে আর সব রাজনীতির মতোই মেরুকরন আছে,আছে দলীয়করণ,আছে উত্থান পতন । www.  hellojanata.com বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই রাজনীতির মাঠে অবাক করা অনেক ঘটনা ঘটেছে । পঞ্চাশ টি বৎসর তো পেরিয়ে গেল ! আর কত সময় লাগবে চৈতন্যদয় হতে ? ইথিক্স, ন্যায়নীতি ,ওয়াদা রক্ষা, কিংবা আদর্শ — এই সব আদর্শিক কথা মালার বিপক্ষ অবস্থান সৃষ্টি তে আমাদের অধিকাংশ নেতা,আমলা আর সুযোগ সন্ধানীরা(সবাই নয়)বেশ অনেকটাই এগিয়ে গেলেন,আছেন আর যাচ্ছেন। কিন্তু কেন ? www.  hellojanata.com এই রাজনীতি আজ কত বাবা মা ভাই বোনকে কাঁদাচ্ছে — আর সেই চোখের জলের সামনেই অপরাধীরা জেলে ফাঁসির প্রহর গুনতে লেগে গেল । অবক্ষয়ের সুত্রে গাঁথা এই সকল কথামালা ! আঙ্গুল তুলে কথা বলা এই মানুষ নামের কলঙ্কদের কি ভবিষ্যতের কথা মনেই থাকে না? যখন যাদের কুকীর্তির কথাই সামনে এসেছে তখনই বিভিন্ন ভাবে সেই বিপর্যয় সামলাতে দেখা যায় সেই নেতা সাহেবদের । কেউ কেউ পালিয়ে যেতে চান আবারো ফিরে আসবেন ধারনাটি মাথায় রেখেই ! দুঃখজনক হলেও সত্যি যে এই সমস্ত নেতারাই আবার ফিরে এসেছেন আমাদের সমাজে সপাটে । এই কথার সপক্ষে অনেক

‘ জীবনের ফ্রীজশট ‘— মুসা কামাল।।

ছবি
  ‘ জীবনের ফ্রীজ শট ‘— মুসা কামাল।। ” জীবনের ফ্রীজশট। “ মুসা কামাল।। ২৬ নভেম্বর ২০২১ ।। আজ চলে গেল একটি দিন।২৬ নবেম্বর। দিন হিসাবে জাতক হয় ধনু রাশির জাতক। স্মৃতি রোমন্থন যার নেশা ! পেছনে ফিরে চাইতেই হয় — ছোট্ট বেলায় উত্তর বঙ্গের ছোট্ট মহকুমা শহর কুড়িগ্রামে ছিলাম। ছোট্ট বেলার কথা মনে হলে চোখের পাতায় ভেসে আসে বন্ধু বান্ধব আর সেই সমসাময়িকদের কথা। ছোট বেলার দুরন্তপনা আর সব মিলিয়ে স্মৃতিময় সেই অতীত। হারিয়ে যায় না কখনোই!ধরে রাখতেই হয় । ছোট বেলার সেই সময়ের মাঝে বেশি করেই মনে পড়ে একাত্তুরের কথা। পাকিস্তান সেনারা আসছে রংপুর থেকে,আমরা আগেভাগেই পালাচ্ছি শহর ছেড়ে- মহকুমা( কুড়িগ্রাম) শহরের রাস্তার টিমটিমে বাতি গুলো সে সময় জীবন থেকে কোথায় হারালো কে জানে?পালিয়ে এসেছি অন্ধকার, আলোহীন এক জগতে-আশ্রয় নিয়েছি , যেখানে সন্ধ্যা নামতেই মনে হয় রাত গভীর — সেই ধরলা পাড়ের ছোট গ্রাম হলোখানায় ! প্রানভয়ে উর্ধশ্বাস সেই দৌড়! নয়ার হাট,কাঠালবাড়ী,রাজারহাট,দূর্গাপুর,উলিপুর-গাইবান্ধা,রংপুর —- পালাও, পালাও — ওই খানসেনা / রাজাকার আসলো ধেয়ে—— আজো মনে পড়ে সেই সমস্ত দিনের কথা! একাত্তুরে আমি মুক্তিযোদ্ধা হতে পারি নি।করি নি যুদ