পোস্টগুলি

বাঙলা বানানে ভাইরাস- ১৯--আবদুল হাকিম ।।

ছবি
   ## A hellojanata.comPresentation.  বাঙলা বানানে ভাইরাস।। ১৯ --  আবদুল হাকিম ।। প্রথম লেখা – ২০০৩ সঙস্করন – ২০২১ এখানে একটা কথা বলতে ইচ্ছে হচ্ছে, আমরা যারা স্কুল কলেজে বাঙলা ব্যাকারন পড়েছি, বিশেষ করে খুব ভালোভাবে অনুধাবন করতে সক্ষম হয়েছি তারা অনেকেই পরবর্তিতে বিভিন্ন পেসায় নিয়োজিত হয়ে যাবার কারনে, নতুন করে বিষয়টির প্রতি আর মনোযোগ দিতে পারিনি । দিন গড়িয়ে গেলেও ভাষা নিয়ে আমাদের চিন্তাভাবনা ওখানেই আটকে আছে । জিবনের বিভিন্ন চড়াই উৎরাই সামাল দিতে গিয়ে ভাষা বা বানান বিষয়ক বিষয়টি আমাদের কাছে যেমন ছিল, তেমনটিই রয়ে গেছে । তাই নতুন কিছু দেখলেই আমরা আতকে উঠি । মনে হয়, আমার এতদিনের সাধনার ধন এবার বুঝি ধুলায় মিসে যেতে বসেছে ।     পক্ষান্তরে বাঙলা একাডেমির কাজ হল, বাঙলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষনা,  চিন্তা ভাবনা এবঙ এর উন্নয়ন সাধন । বাঙলাদেশে মাতৃভাষা নিয়ে চিন্তাভাবনা করার জন্য এমন দ্বিতিয় কোন প্রতিষ্ঠান খুব কমই আছে । সেখেত্রে আমরা ভাগ্যবানই বলতে হবে । প্রতিষ্ঠানটিতে এই কাজে যে সমস্ত বিজ্ঞজন নিয়োজিত আছেন, তাঁরা তাদের পুরোটা কর্মদিবস এই কাজেই অতিবাহিত করে চলেছেন । ধির গতিতে হলেও একাডেমি আধুনিকতার পথ

সামাজিক মাধ্যম ও আপনি --মুসা কামাল ।।

ছবি
 ## A hellojanata.com Presentation .  সামাজিক মাধ্যম ও আপনি ~~~~~~~~~~~~~~~~~~~~ মুসা কামাল ।।  আইডিয়া ডট কম --- এই ডট কম মাথায় নিয়ে আপনি লিখতে পারেন। আপনার কথা বা লেখা হবে গঠনমুলক, প্রগতিশীল। পজেটিভ লেখার জন্য আপনি সমাদৃত হবেন।এটি আপনার মতার্দশ প্রচারে হতে পারে যোগ্য পথ।জগৎ সংসারের কাজে লাগবে। www.  hellojanata.com   নেগেটিভ ডট কম --- এটি আপনার মনের সকল নেগেটিভ মতার্দশ প্রকাশ করবে। দেখবেন এমন নেগেটিভ লেখনির দ্বারা আপনার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে চারিদিকে।এটি ত্যাগ করাই বান্ছনীয়। www.  hellojanata.com   সমালোচনা ডট কম --- এ জগতের কোন কিছুই আপনার পছন্দ না এমন ভাবনা প্রকাশে এর জুড়ি মেলা দায়। সবাই ভাববে আপনি বুঝছেন যে এ জগতে আপনি একমাত্র সঠিক ভাবনার লোক! নাহ এমন নয়! আসলে অনেকেই ভাববে আপনি একজন নেতিবাচক মানুষ। -------------- তাহলে কি করবেন ? আপনাকে পজিটিভ থাকতে হবে। এটাই মোদ্দা কথা। সহজ সাবলিল থাকুন। যে কোন বিষয়ে পজেটিভ দৃষ্টিভঙ্গি রাখুন। সমালোচনা যদি করতেই হয় তবে সমালোচনার বিষয় টি সংশোধনের পথ বলে দিন। মনে রাখুন যদি সমালোচনা করতেই হয় তবে আপনাকে সংশোধনী দিতেই হবে। -----------

বিলুপ্তির পথে বেত গাছ -মহসিন আলী মনজু।।

ছবি
 ## A hellojanata. com Presentation.  বিলুপ্তির পথে বেত গাছ - মহসিন আলী মনজু   ।। বিলুপ্তির পথে বেত গাছ।। মহসিন আলী  মনজু।  একসময় লতাপাতা আর সবুজ শ্যামলে ভরপুর ছিল গ্রামবাংলার  প্রকৃতি ও পথঘাট প্রান্তর আর লোকালয়। বিভিন্ন ঋূতুতে নানান রংঙে সাজতো গ্রামবাংলার প্রকৃতি। আগে গ্রামবাংলায় অনেক দেশী গাছ গাছালী পাওয়া যেত । এখন অনেক গাছ গাছালী বিলুপ্তির পথে। এ রকম একটি বিলুপ্ত প্রায় প্রজাতি হচ্ছে বেত গাছ।আগের মত গ্রাম-গঞ্জে বেত গাছ তেমনটা দেখা যায় না। www.  hellojanata.com   বেত গাছ সাধারণত গ্রাম-গঞ্জে রাস্তার পাশে, বসতভিটার পিছনে , পতিত জমিতে ও বন-জঙ্গলে কিছুটা আর্দ্র জায়গায় জম্মে। খুব অল্পদিনের মধ্যেই বেত গাছ ঘন ঝাড়ে পরিণত হয়। চির সবুজ এই উদ্ভিদটি পূর্ণ বয়স্ক অবস্থায় ৪৫ থেকে ৫৫ ফুট এবং কখনো কখনো তার চেয়ে বেশী লম্বা হয়ে থাকে। বেত গাছে ফুল ধরার আগে গাছ থেকে এক ধরনের মিষ্টি ঘ্রাণ আসে। আর তাতেই পিঁপড়া, মৌমাছি, ভিমরুল এই রস খেতে বেত গাছে ভিড় জমায়। বেত গাছের ফলকে অঞ্চলভেদে বেতফল, বেওুন, বেথুন, বেথুল, বেতগুটি, বেওুইন ইত্যাদি নামে ডাকা হয়। ভেজা ও জংলা নিচু ভূমিতে ভাল জম্মে। গাছ চিকন ও লম্বাটে ও কাটাযুক

প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ২৪ - প‍্যাডেল চালিত রিক্সার দূর্দিন!! # আকরাম উদ্দিন আহমেদ।

ছবি
## A hellojanata.com Presentation .   ' প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ২৪ -  প‍্যাডেল চালিত রিক্সার দূর্দিন!! # আকরাম উদ্দিন আহমেদ। প‍্যাডেল চালিত রিক্সার দূর্দিন!! রিক্সা এ দেশের মানুষের খুব প্রিয় বাহন। খোলামেলা বলে চলতে আরাম, খুব দুরে না হলে যে কোন গন্তব্যস্থানে যাওয়া যায় ভাড়াও অধিকাংশ সময় নাগালে থাকে, পরিবেশ দূষণ হয়না বললেই চলে, ধীর গতিতে চলে বলে হাওয়া খেতে খেতে যাওয়া যায়। রিক্সা ভ্রমন কারো কারো কাছে রোমাঞ্চেরও বিষয়। সব মিলিয়ে রিক্সা চড়তে পছন্দ করেন না এমন লোক খুব একটা পাওয়া যাবে না। ব্যস্ত নাগরিক জীবনের এক অপরিহার্য বাহন।  রিক্সা ছাড়া নাগরিক জীবনের কথা যেনো বাংলাদেশে কল্পনাও করা যায় না। নিম্নবিত্ত বহু মানুষের ঘামে ভেজা ভরসার স্থল এই প‍্যাডেল চালিত রিক্সা। হয়তো বা আয়ের একমাত্র উৎস। মধ্যবিত্তদের সাধ ও সাধ্যের এক অপূর্ব সমন্বয়। www.  hellojanata.com     একমাত্র রাজধানী ঢাকা শহর ব‍্যতিত বিভাগিও জেলা ও উপজেলা শহর গুলোতে এখন আর মানুষে টানা প‍্যাডেল চালিত রিক্সা নজরে পরেনা। মোটর  ইঞ্জিন চালিত রিক্সার দৌরাত্ম্যে যা এখন লোকচক্ষুর অন্তরালে এবং  কালের প্রবাহে যা এখন বিলুপ্তির পথে। রিক্সা বা সাইকেল

এই শীতের রাতের গল্প -- মুসা কামাল এর কলাম ৩ ।।

ছবি
  ##A hellojanata.com  Presentation. 'এই শীতের রাতের গল্প ---- মুসা কামাল।।  শীত পড়েছে। অনেক। আরো কি বেশী পড়বে? আবহাওয়া বিভাগ তাই বলছে। খুব একটা বিশ্বাস নেই। ওরা যদি বলে ঝড় আসবে তাহলে সেই সময়ে ঝলমলে সূর্য হাসে। এমন দেখা যায় সবসময়ই!  দেখাই যাক।  শীত যদি সে ভাবেই এসে পরে তবে গোটা দুয়েক লেপ লাগবেই। একটাতে হবে না ! দেশে শীতে অনেক মানুষ কষ্ট পাবে।প্রতি বৎসর পায়। শীতের দেশ গুলোতে কম্বল পাওয়া যায় তাতে হিটিং সিসটেম থাকে। বিষয়টি কেমন যেন! হিটিং সিসটেম তো বিদ্যুৎ দিয়ে পরিচালিত হয়! যদি ইলেক্টিফায়েড হয়ে যায়?কেমন যেন ভাবনার বিষয়! না এটি নিয়ে ভাববো না । ভাবার দরকার নেই। তেমন কম্বল তো কিনবোই না। তবে ঢাকায় তো সে রকম কম্বল পাওয়া যেতেই পারে। ঢাকায় টাকা দিলে বাঘের চোখ পাওয়া যায় - এমন একটা কথা চালু আছে। www.  hellojanata.com  -   লন্ডন থেকে বন্ধু এনাম হোয়াটস আপ করেছিল - কিরে কি করিস? বিজয় দিবস কেমন করলি?  জবাব পেল না।বিজয় দিবস টা কেটে গেছে ঘরের ভেতর। বাহিরে যাই নি ।  ঘরের ভেতরেই।  খিচুরি খেয়ে। একাত্তুরে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা এটা সেটা  খেয়েই যুদ্ধ করতো। মুক্তিবাহিনীর বা যুদ্ধরত দের  তো কো

'সব পেয়েছির দেশে’- ৩৯- বাল্টিমোর থেকে আবদুল হাকিম। ।

ছবি
  ## A hellojanata. com Presentation .  ‘সব পেয়েছির দেশে’- ৩৯ - আবদুল হাকিম।। Hellojanata.com লাইন পড়েছে । কিছুক্ষন বসে থাকার পর আমার ডাক পড়ল - হাকিম আবদুল । হ্যা । আমেরিকা 'য় লাস্ট নেইম আগে ব্যবহার করা হয় । ফার্স্ট নেইম থাকবে পরে । আরে বাবা, লাস্ট নেইম যদি আগে ব্যবহার করবি, তো ওই লাস্ট নেইমকেই ফার্স্ট নেইম বানিয়ে নিলেই হয় । ঝামেলা চুকে যায় । কোনটা লাস্ট নেইম আর কোনটা ফার্স্ট নেইম, এ নিয়ে এতো গোলমাল থাকেনা । আর ফার্স্ট নেইম আগে আর লাস্ট নেইম পরে থাকলে খতিই বা কি ? - না, চলছে’তো চলছেই । ওসব নিয়ে ভাবার সময় কারো নেই ।  Hellojanata.com একটু টেনসন নিয়েই ঢুকলাম । বেশ সুন্দরি এক সাদা মহিলা আমাকে অভ্যর্থনা জানিয়ে তার সামনের চেয়ারটায় বসতে বললেন । শুরু হল আমার ইন্টার্ভিউ । প্রথম পর্বে আমার নাম ধাম ঠিকানা জন্ম তারিখ কোন দেশ থেকে কবে এসেছি, কোথায় কি কাজ করি ইত্যাদি ইত্যাদি । বোঝা গেল, তার হাতের ভিতর আমার এপ্লিকেসনটা রয়েছে । আমার কথার সাথে উনি মিলিয়ে দেখছেন । দ্বিতিয় পর্বে উনি জিজ্ঞেস করলেন, আমেরিকার জাতিয় পতাকার অর্থ কি ? উত্তরটা আমার জানাই ছিল । ঝড়াঝড় বলে দিলাম, পঞ্চাশটা তাঁরা পঞ্চাশটি স্টে