পোস্টগুলি

এক্সক্লুসিভ *বৈমানিকের পান্ডুলিপি * ৮ * কাযাকিস্তানের পথেঘাটে * রেহমান রুদ্র।।

ছবি
  এক্সক্লুসিভ *বৈমানিকের পান্ডুলিপি * ৮ *  *কাযাকিস্তানের পথেঘাটে *  * রেহমান রুদ্র।। আকাশে উড়ে চলেছে যন্ত্রদানব। নানাধরনের বিমান আকাশ বিচরন করছে পাখির মত। মানুষের চিন্তা চেতনায় উড়বার স্বাধ ছিল দীর্ঘদিনের। শুধুমাত্র বোইং ২০২০ সালের ৩১শে ডিসেম্বর কোম্পানির কোয়ার্টারলি এসেট বলেছে একশত বাআন্ন বিলিয়ন ডলারের অধিক। এভিয়েশনের সাথে আজ জড়িয়ে আছে হাজারো রকমের প্রডাক্ট ও পেশা। দিনদিন উন্নত হচ্ছে সহজ ভ্রমনের আনুসাঙ্গিক সব কর্মকাণ্ড। আজকের যাত্রাপথের শেষ অধ্যায়ে। কিরগিস্তানের রাজধানী বিশকেক মাত্র পেরিয়ে এলাম। আলমাটি কন্ট্রোলকে যোগাযোগ করতেই নির্দেশ দিল বর্ডার লাইন ক্রস করে অবতরন শুরু করতে। সমুদ্রপৃষ্ট হতে ২২৩৮ ফুট উচ্চতায় আলমাটি এয়ারপোর্ট। আমাদের জানানো হোল আবহাওয়া কুয়াশাছন্ন। সরুপথে উঁচু পাহাড়ের চূড়াগুলো বিমানের ডানায় লেগে যাবার মত অবস্থা। বিমান ক্রমশ নিচের দিকে নামছে। গন্তব্য কাযাকিস্তানের শহর আলমাটি। রানওয়ে ঢেকে আছে মেঘের আবরনে। মেঘ থেকে বৃষ্টিরচ্ছটা উইন্ডশিল্ডে আছড়ে পড়ছে। ১৬ই ডিসেম্বর ১৯৯১ সালে এরা ইউএসএসআর থেকে স্বাধীনতা লাভের ঘোষণা দেয়। এদের জাতীয় এয়ারলাইন্স এয়ার আস্তানা। মেইন বেইয আলমাটিতে।

এক্সক্লুসিভ *বৈমানিকের পান্ডুলিপি * ৭ * পুরানো বাড়ি * রেহমান রুদ্র।।

ছবি
  এক্সক্লুসিভ *বৈমানিকের পান্ডুলিপি * * ৭ *  *পুরানো বাড়ি * * রেহমান রুদ্র।। একটি আধুনিক নতুন এয়ারক্রাফটের রেটিং নিচ্ছিলাম। সহজ করে বলতে গেলে এভিএশিনের ভাষায় এয়ারক্রাফট চালানোর যোগ্যতা অর্জনে যে সার্টিফিকেট কতৃপক্ষ বইমানিকদের প্রদান করে ওটাই রেটিং। শরীরের উপর দিয়ে মাস দুয়েকের ধকল গেল। ট্রেনিং শেষ হবার পরে লম্বা ছুটি পেলাম। এটা পাওনা ছুটি। টিকেট আগেভাগেই কিনে রাখা ছিল। মধ্যপ্রাচের ছোট্ট এ শহর থেকে লন্ডন হিথরো বিমানবন্দর। ওখান থেকে স্বল্প যাত্রা বিরতির পর ক্যানাডার টরনটো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছুটির আমেজে ক্লান্তির চেয়ে যাত্রী হিসাবে ভ্রমনের আনন্দ উপভোগ করছিলাম। ইমিগ্রেশন অফিসারের দুএকটি প্রশ্নের জবাব দিয়ে ব্যাগেজবেল্টে অপেক্ষার পালা। অনেকসময় পার হওয়ার পরে সুটকেসের দেখা মিলল। কটা কুকুর নিয়ে কাস্টমস কতৃপক্ষ ব্যাগেজ সার্চের কাজ চালিয়ে যাচ্ছে। ডগসার্চ থেকে আমিও বাদ পরলামনা। ঠাণ্ডার প্রকোপ শুরু হয়ে গেছে। যাত্রীদের সুবিধার্থে বিমান ও টার্মিনালের তাপমাত্রা সবসময় কমফোর্টেবল রেঞ্জে থাকে। জার্নিতে হাতে বেশি জিনিস না নিতে চেষ্টা করি। নানাবিধ সিকিওরিটি সার্চে সময় বেশি লাগে। অনেক সময় দেখা

এক্সক্লুসিভ *বৈমানিকের পান্ডুলিপি * ৬ **উত্তর মেরুর ভাবনা ** রেহমান রুদ্র।।

ছবি
এক্সক্লুসিভ *বৈমানিকের পান্ডুলিপি * ৬ * *উত্তর মেরুর ভাবনা * * রেহমান রুদ্র।। ক্যানাডা থেকে কামরুল ভাই ম্যাসেজ পাঠিয়েছেন। কোন একটি এয়ারলাইনের পাইলটবৃন্দ সম্প্রতি নর্থপোল ক্রস করেছে। খবরটা মোটামুটি সব মিডিয়াতে প্রচার করছে। ভাল খবর। কামরুল ভাই ও তার পরিবারের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব। ওনার বৈশিষ্ট্য হচ্ছে খুব গুছিয়ে কথা বলেন। অনেক চেষ্টা করেও বাংলা উচ্চারনে কোন ভুল ধরতে পারিনি। সাবলিল বাচনভঙ্গি। ওনার পাঠানো নিউয টি মনের খোরাক জুটিয়ে দিল। ভাবলাম আমার নর্থপোল ক্রস করার অভিজ্ঞতা শেয়ার করলে মন্দ হয়না। ইউএস এর শিকাগোতে এসেছি একদিন হোল। শীতের প্রকোপ বেড়েছে। এখানকার ঠাণ্ডা প্রায় অসহনীয়। দুই তিন লেয়ার করে সোয়েটার জ্যাকেট মাফলার গরম টুপি পরলেও হাড়ের ভিতরে ঠাণ্ডা গিয়ে লাগে। বেশিক্ষন বাইরে থাকা নিরাপদ নয়। স্নো পড়ে চারিদিকে একেবারে ধবধবে সাদা। যে হোটেলে উঠলাম ওটা থেকে মাত্র তিনশ মিটার সামনেই বেশ বড় এক সুপারমার্কেট। মেইন রাস্তা ক্রস করে যেতে হয়। স্নো র মধ্যে রাস্তা পেরোনো একটু চিন্তার বিষয়। মার্কেটে ঢুকে মনে হোল বেশিরভাগ কর্মচারীই মেক্সিকান। ফুড সেকশনে বিশাল যজ্ঞ। কেবল সালাদ বারে রয়েছে কমপক্ষে

‘বাপের_সম্পত্তি’-জীবন থেকে নেয়া-ক্যালিফোর্নিয়া থেকে বনলতা বোস মোনা।।

ছবি
  ## A hellojanata.com Presentaation .##  ‘বাপের_সম্পত্তি’- জীবন থেকে নেয়া- ক্যালিফোর্নিয়া থেকে-  বনলতা বোস মোনা।। -- ' বাপের_সম্পত্তি' -- ছেলেবেলায় কোন কিছু যথেচ্ছ ব্যবহার করলে বকুনি খেতাম ” বাপের সম্পত্তি ” নাকি । ধীরে ধীরে বড় হতে হতে শিখলাম বাপের সম্পত্তির উপর আমাদের অগাধ অধিকার । বর্তমানে দেশের প্রেক্ষাপটে বাপের সম্পত্তির বন্টন নিয়েও অনেক পারিবারিক ঝগড়া । খারাপ তখন লাগে যখন বাবা জীবিত থাকা অবস্থায় আমরা ঝগড়া করি । একটা মানুষ তারা কষ্ট উপার্জিত টাকা দিয়ে সংসারে ভরন পোষন করার পর একটু প্রপার্টি বানানোর চেষ্টা করেন । কন্যা সন্তানদের বিবাহ , ছেলে সন্তানদের স্বাবলম্বী করে তোলা অব্দি তিনি হয়তো বা নিজের অনেক শখ বিসর্জন দিয়ে এই সম্পত্তি গুলো তিল তিল করে তৈরি করেন , আর আমাদের নজর সেই কষ্টের উপার্জিত / শখ আল্হাদ বিসর্জিত প্রপার্টির দিকে । মাঝে মাঝে ভাবি আমরা কতটা স্বার্থপর হলে এক ভাই আর এক ভাইকে ঠকিয়ে ওই সম্পত্তি গ্ৰাস করার চেষ্টা করি । মেয়েরাও কম না , বাপের বাড়িতে এসে সম্পত্তি নিতে ভালোই লাগে , কিন্তু বাবা মায়ের ভরন পোষন ভালো লাগে না । ছেলে মেয়ে উভয়ের বাবার প্রপার্টি গ্

এক্সক্লুসিভ**বৈমানিকের পান্ডুলিপি * ৫ **হঠাৎ করে মালদ্বীপ। । ** রেহমান রুদ্র।।

ছবি
  এক্সক্লুসিভ**বৈমানিকের পান্ডুলিপি * ৫ * *হঠাৎ করে মালদ্বীপ। । * * রেহমান রুদ্র।। বারো তলার রুফটপে চমৎকার সুইমিংপুল সাথে রেস্টুরেন্ট। মালদ্বীপের মেইনল্যান্ড মালে। ফ্রেশ অরেঞ্জ জুস আর সিফুড থাই রেডকারি সাথে জেসমিন রাইসের অর্ডার দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে ভাবছি। চমৎকার মনোরম পরিবেশ। একজন দুজন করে কাস্টমার আসছে। অনেকে আবার পুল সাইডে খাবারের অর্ডার দিচ্ছে। সুন্দর এক দিন। নীল সাগরে যাত্রী নিয়ে বোটগুলো আইল্যান্ডের এপার ওপার ছুটছে।     হঠাৎ করে শিডিউল পড়ল। যাবার কথা ছিল ইউরোপের দিকে। চলে এলাম মালদ্বীপ। দীর্ঘদিন এভিএসনে কাজ করছি। মন আর শরীরে নতুন ইনফরমেশন সেট হয় তার নিজস্ব প্যাটার্নে। নানা দেশের ভৌগলিক অবস্থান ভিন্ন তার সাথে সময়ের কালও ভিন্ন। অসম পরিবেশ আর অচেনা মানুষের উপস্থিতিতে শরীরকে খাপ খাইয়ে নিতে হয়। গতকাল সকালেও জানতাম না আজ এখানে বসে এমন সুন্দর সমুদ্র দেখতে পাবো।         কাল রাতে যখন ডিউটি কল এল তখন ঘড়ির কাঁটা ঊর্ধ্বমুখী। মধ্যরাত। ঘুমের আড়স্বতা কাটাতে বিছানা ছেড়ে গরম পানির ফোয়ারার ঝাপটায় শ্যাম্পু করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। ডিউটি বদলে গেছে। মালদ্বীপ যাচ্ছি। ভালই লাগছি

এক্সক্লুসিভ**বৈমানিকের পান্ডুলিপি * ৪ **ওরা বুঝে ফেলেছে । ** রেহমান রুদ্র।।

ছবি
  এক্সক্লুসিভ**বৈমানিকের পান্ডুলিপি * ৪ * *ওরা বুঝে ফেলেছে । * * রেহমান রুদ্র।। মনোবিজ্ঞানের উপরে লেখা একটা জার্নাল পড়ছিলাম। মগজের নিম্নাংশে রয়েছে ইমশনাল সেনটার। মানব মনের কত রহস্য লুকিয়ে আছে এখানে তা অবাক করার মত। নানান বেস্ততার মাঝে দিন কাটছে। সপ্তাখানেক টার্গেট রেখেও জার্নালটি শেষ করতে পারলামনা। বিশেষ করে লম্বা ফ্লাইটের ধকল কাটাতে দিন পেরিয়ে যায়। হাজার হলেও মানুষের শরীর। হটাৎ করে ভ্রমনের ক্লান্তি মুছে ফেলা যায়না। সম্পর্কের টানাপোড়ন নিয়ে গবেষণাগুলো দৃষ্টি কাড়ে। প্রতিটি প্রানের স্পন্দন বাচিয়ে রাখে অজস্র চিন্তার ফল্গুধারা। মস্তিষ্কের ভাবনাগুলোকে গুছিয়ে নিতে পারলে জীবনটা সহজ হতে পারে। ছোটোখাটো বিষয় এড়িয়ে চললে অনেক কিছু থেকে রেহাই পাওয়া যায়। হৃদয় পরিমাপ করা সম্ভব নয়। জীবনকে কিভাবে সুন্দর করা যায় তা নিয়ে ভাবাটাই সমীচীন। ক্ষমা মহৎ গুণ কথাটির মর্মার্থ উপলদ্ধি করা যায়। পাশের বাসায় নতুন ভাড়াটিয়া এসেছে। ফ্ল্যাটটা অনেক দিন খালি পড়েছিল। এই ফ্লোরে আর কেও থাকেনা। সুনসান নীরবতায় ভালই দিন কাটছিল। এমন শান্ত পরিবেশে সাহিত্য নিয়ে ভাবনা চিন্তার ব্যাঘাত ঘটেনা। এই কাপলটা আসার পর থেকে রাত বাড়লে মিউজিকের স

এক্সক্লুসিভ**বৈমানিকের পান্ডুলিপি * ৩** আশঙ্কা ** রেহমান রুদ্র।।

ছবি
  এক্সক্লুসিভ**বৈমানিকের পান্ডুলিপি * ৩* * আশঙ্কা **  রেহমান রুদ্র।। ছোটবেলার বন্ধু কাইহান। দীর্ঘদিন ধরে নিউইয়র্কে থাকে। তার স্ত্রী রাহেলা ও একমাত্র মেয়ে নিরবধি। ফ্লাইট নিয়ে আসবো শুনে অনেক খুশি। ফোনে কদিন ধরে অজস্র কথা হল। রাহেলা কি রান্না করবে সে মেনু মুখস্ত হয়ে গেছে। অনেকদিন পর দেখা হবে। স্বাভাবিক ভাবেই উভয় পক্ষের আগ্রহ অভিন্ন। এবারের যাত্রা জার্মানির শহর মিউনিক থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। মিউনিকের আবহাওয়া বেশ চমৎকার। পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড। আজ বৃষ্টি নেই। এর আগে যতবার এসেছি বৃষ্টি লেগেই ছিল। একবার শুরু হলে রেহাই নেই। ঝিরঝির করে সারাক্ষণ ঝরতেই থাকবে। সকালের কুয়াশা ভেদ করে পাচ কিলোমিটার হাঁটলাম। হোটেল লবিতে এক্সপ্রেস ব্রেকফাস্ট পাওয়া যায়। দুষ্ট ভাইরাসটার কারনে রেস্টুরেন্টে বসে খাওয়া নিষেধ। অমলেট আর হেশব্রাউন সাথে ফ্রেশ অরেঞ্জ জুস আর কাপুচিনো। এটাই আজকের এক্সপ্রেস মেনু। লবির টিভি স্ক্রীনে আবহাওয়ার খবর। নিউ ইয়র্কে তুষার ঝড়ের সমূহ সম্ভাবনা। এ ধরনের আবহাওয়ায় ফ্লাই করার জন্য অনেক টেকনিকেল নলেজের প্রয়োজন হয়। বলা যেতে পারে পাইলটকে বেশ চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। রাতে এখান থেকে নিউইয়র্ক